‘রমজানের চাঁদ গুরুত্বের সঙ্গে তালাশের আহ্বান’ 3 - Nextbdnews.com

Post Top Ad

Responsive Ads Here

‘রমজানের চাঁদ গুরুত্বের সঙ্গে তালাশের আহ্বান’ 3

Share This
আসন্ন রমজানের চাঁদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তালাশ করে সঠিক তারিখে শুরু করার আহ্বান জানিয়েছেন ‘মাজলিসু রুই্য়াতিল হিলাল’। আজ জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির আয়োজনে ‘পবিত্র রমজানের চাঁদ দেখার গুরুত্ব এবং রোযা অবস্থায় ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ইত্যাদি নেয়া রোযা ভঙ্গের কারণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।
সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন, বিশিষ্ট চাঁদ গবেষক ও ফার্মাসিষ্ট এবিএম রুহুল হাসান এবং দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক মুফতিয়ে আ’যম আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ।
আলোচকরা বলেন, শরীয়তের দৃষ্টিতে রোযা অবস্থায় পাকস্থলী বা মগজে কিছু প্রবেশ করলেই রোযা ভঙ্গ হয়। সেটা যেভাবে এবং যে স্থান দিয়েই প্রবেশ করুক না কেন। একইভাবে শরীয়ত অনুযায়ী আকাশে খালি চোখে চাঁদ দেখে আরবী মাস শুরু করতে হয়। তাই পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে তা সেই দেশ বা এলাকার জন্য প্রযোজ্য। সারাবিশ্বের জন্য নয়।
রোযা অবস্থায় ইনজেকশন, স্যালাইন নেয়া প্রসঙ্গে আলোচকরা বলেন, স্বয়ং মহান আল্লাহ পাক অসুস্থ ব্যক্তির জন্য রোযার পরে ক্বাযা আদায় অথবা ফিদিয়া দেয়ার ব্যবস্থা  রেখেছেন। সেখানে এক শ্রেণীর কথিত মুফতি ও অজ্ঞ ডাক্তার ষড়যন্ত্রমূলকভাবে দাবি করেছে, রোযা অবস্থায় ইনজেকশন, স্যালাইন, ইনহেলার নিলে রোযা ভঙ্গ হবে না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages